Loading
সুশান্ত নন্দীর একটি নির্জন কবিতা সিরিজ

সুশান্ত নন্দীর একটি নির্জন কবিতা সিরিজ


(১)ধ্যান মুদ্রা

মৌনতার কাছে আমরা ধ্যানমগ্নতা শিখি।


(২)মৌন পুরুষ

তোমার মধ্যে খুঁজে পাই এক আশ্চর্য বোধি পুরুষকে


(৩)নির্জন বসন্ত

নীরবতার মাঝে অন্তঃস্বত্ত্বা হয় পৃথিবী


(৪) অন্য পাঠ

আলোকিত অধ্যায়ের আগে আমাকে নীরবতার পাঠ শোনাও প্রিয়


(৫) চুপ কথা

বিশ্রামের সাথে চুপ কথা মিশে গেলে  অনন্ত সন্যাস জাগে বুকে


(৬) মৌন আঁধার

একসাথে অন্ধকার ও মৌনতা পেরোলে আলোকিত সাম্রাজ্যের প্রশস্ত পথ খুলে যাবে