Title
টুপুস
সুশান্ত নন্দী
___________
টুপ টুপ টুপ টুপ
বৃষ্টি জলে সবাই ভিজে
এক্কেবারে চুপ।
রিম ঝিম ঝিম ঝিম
সুরে সুরে পড়ছে খুকি
হাট্টি মাটিম টিম।
ঝম ঝমা ঝম ঝম
ঘরে বসে খাচ্ছে ওরা
মালাই চমচম।
ঝির ঝির ঝির ঝির
ভিজছে ওই চড়ুই ছানা
সব পাখিদের নীড়।