Title
মন ফকিরার ঈদ
সুশান্ত নন্দী
_______________
ঈদ এলো ঈদ এলো
বৃষ্টি মেখে গায়ে,
বর্ষা দিনে নাচছে খুকু
নুপুর পরে পায়ে।
ঈদগাঁয়ের ওই মাঠে
শান্তি ছড়ায় ইমাম,
সব আলোৱা মেললো ডানা
শহর থেকে গ্রাম।
এই আষাঢ়ের দিনে
এমনি পরব এলে,
মন ফকিরার হৃদয় জুড়ে
সব খুশি দাও ঢেলে।